Anupam Roy - Ami ki tomay khub birokto korchi
Autoscroll
1 Column
Text size
Transpose 0
Tuning: E A D G B E
[Intro]
Cmআমি কি তোমায় খুব বিরক্ত করছি
Bbবলে দিতে পারো তা আমায়,
Cm হয়তো আমার কোন প্রয়োজন নেই
Bb কেন লেগে থাকি একটা কোণায়।
[Verse]
Ab তুমি বলে দিতে পারো তা আমায়
Fmচিঠি লিখবো না ঐ ঠিকানায়
Dm আমারও তো মন ভাঙ্গে, চোখে জল আসে
G আর অভিমান আমCmারও তো হয়
অভিমান আমারও Bbতো হয়।
[Chorus]
Eb যদি এই মুঠো ভরা শBbিউলি ফুল
যদি এই খুলে রাখা Cmকানের দুল
লক্ষ্মীটি একবাBbর ঘাড় নেড়ে
F ......Cm
সম্মতি দাও আমি যাই ছেড়ে।
[Instrumental]
Bb Cm F Ab G Cm Ab G Cm
[Verse]
Cmএতকথা বলি ঐ পাখি হয়ে উড়ে যায় সব
Bbতোমাকেই ছুঁতে পারে না
Cmএতবার আসা যাওয়া একই পথ দিয়ে
Bb কই তোমার তো চোখে পড়েনা।
Abতাহলে কি আমি কেউ নই
Fm যেন অজানা ভাষায় লেখা বই
Dm আমারওতো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি
G সুযোগটা পCmাচ্ছি কই
আমি সুযোগটা Bbপাচ্ছি কই!
[Chorus]
Eb যদি এই মুঠো ভরা শBbিউলি ফুল
যদি এই খুলে রাখা Cmকানের দুল
লক্ষ্মীটি একবBbার ঘাড় নেড়ে
F .... Cm
সম্মতি দাও আমি যাই ছেড়ে।
[Outro]
Cmআমি কি তোমায় খুব বিরAbক্ত করছি?
[Instrumental]
Bb Cm Ab Bb Cm