Autoscroll
1 Column 
Text size
Transpose 0
Strumming
Tuning: E A D G B E
[Verse] A কত তারা ঝরে যায় A কে রাখে কার খবর Bm এই অদ্ভুত পৃথিবী E কেও কারোর নয় A কত রক্তে বিষ মিশে যায় A কি সেই নির্মম আঘাতে Bm থাকে দেয়ালের ওপাশে বন্দী E নাই কোনো সাক্ষী নাই A এত আপন ভেবেছো যাকে A Am সেও নিচ্ছেনা 'ত খবর Bm প্রতিদানের ফাসিতে ঝুলছে E জীবন্ত লাশ তোমার A আজ নির্বাক তাকিয়ে তুমি A Am কবে আসবে চোখে ঘুম Bm তুমি ফিরে পেতে চাও না কিছু E জেগে থেকে লাভ কি আর F#m আঁধারে A অবহেলায় E অবলীলায় [Pre-Chorus] Bm ধিক্কার দেয়ালে বন্দী Bm সান্ত্বনা নেই প্রার্থনা'র Bm আজ নিঃশেষ হবার বেলায় E নাই কোনো সাক্ষী নাই [Chorus] A F#m চেয়ে দেখো বন্ধু তুমি একা নয় Bm E A যত সস্তা পিছুটান ঝেড়ে ফেলে দাও A জেগে ওঠো উচ্ছ্বাসে F#m আর কোনো আশা নয় Bm E দেখো কুয়াশায় ঝরছে রোদ A জানালা খুলে দাও