Autoscroll
1 Column 
Text size
Transpose 0
Strumming
Capo: 1 Tuning: E A D G B E
[Intro] C Am F C [Verse 1]
আমার Cভিনদেশি তারা একা Amরাতেরই আকাশে তুমিF বাজালে একতারা আমার Cচিলেকোঠার পাশে
ঠিক Cসন্ধ্যে নামার মুখে তোমারAm নাম ধরে কেউ ডাকে মুখF লুকিয়ে কার বুকে তোমারC গল্প বলো কাকে?
[Verse 2]
আমার Cরাত জাগা তারা তোমারAm অন্য পাড়ায় বাড়ি আমার Fভয় পাওয়া চেহারা আমি Cআদতে আনাড়ি
[Verse 3]
আমার Cআকাশ দেখা ঘুড়ি কিছুAm মিথ্যে বাহাদুরি আমার Cআকাশ দেখা ঘুড়ি কিছুAm মিথ্যে বাহাদুরি আমার Fচোখ বেঁধে দাও আলো দাও Cশান্ত শীতল পাটি তুমিC মায়ের মতোই ভালো আমি Cএকলাটি পথ হাঁটি
[Interlude] C Am F C [Verse 4]
আমার Cবিচ্ছিরি এক তারা তুমAmি নাও না কথা কানে তোমারF কিসের এতো তাড়া? রাস্Cতা পার হবে সাবধানে
[Verse 5]
তোমারC গায় লাগে না ধুলো আমার Amদু'মুঠো চাল-চুলো তোমারC গায় লাগে না ধুলো আমার Amদু'মুঠো চাল-চুলো রাখোF শরীরে হাত যদি আর জCল মাখো দুই হাতে প্লিCজ ঘুম হয়ে যাও চোখে আমার Cমন খারাপের রাতে
[Outro]
আমার Cরাত জাগা তারা তোমারAm আকাশ ছোঁয়া বাড়ি আমি Fপাই না ছুঁতে তোমায় আমার Cএকলা লাগে ভারী
আমার Cভিনদেশি তারা একা Amরাতেরই আকাশে তুমিF বাজালে একতারা আমার Cচিলেকোঠার পাশে
আমার Cরাত জাগা তারা তোমারAm আকাশ ছোঁয়া বাড়ি আমি Fপাই না ছুঁতে তোমায় আমার Cএকলা লাগে ভারী
আমার Cভিনদেশি তারা ম্‌Amম্ রা রা রা রা রা রে আমি Fপাই না ছুঁতে তোমায় আমার Cএকলা লাগে ভারী